স্টাফ রিপোর্টার,চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে ননী গোপাল বিশ্বাস নামে এক ইউপি সদস্য ষষ্ট শ্রেণীর এক ছাত্রীকে হাত ও মুখ বেধে ধর্ষণ করেছে বলে ভিকটিমের পরিবার সূত্রে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিম লোক লজ্জার ভয়ে ঘরের আড়ায় ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। বর্তমানে ওই ইউপি সদস্য পলাতক রয়েছে। ধর্ষক ইউপি সদস্যকে ধরতে উপজেলার বিভিন্ন সিমান্তে পুলিশ চেক পোষ্ট বসিয়েছে।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস রবিবার সকাল ১১ টায় ত্রাণ দেওয়ার কথা বলে ভিকটিমের বাড়িতে যান। এ সময় বাড়িতে কোন লোকজন না থাকায় লম্পট ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস তাকে ঘরে আটকে হাত-মুখ বেধে ধর্ষণ করে পালিয়ে যায়।মেয়েটির মা’ বাড়িতে আসলে সে তার মাকে সব ঘটনা খুলে বলে ও পরিবারের অন্যদের জানালে তারা পুলিশকে খবর দেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস পাঁচপাড়া গ্রামের রণজিত বিশ্বাসের ছেলে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন নবধারা কে জানান, খবর পেয়ে তিনি ভিকটিমের বাড়িতে ছুটে যান। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।