মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে পড়ে ৬ বছরের শিশু সালমান মারা গেছে। রোববার সকাল ১১ টায় মোল্লাহাটের ফেরিঘাটে এঘটনা ঘটে। নিহত সালমান মোল্লা উপজেলার গাড়ফা গ্রামের হাচান মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান- নিহত সালমান মোল্লা মোল্লাহাট বাজার সংলগ্ন ফেরিঘাটে ঘোড়া দেখতে গিয়ে মধুমতি নদীতে পড়ে যায়। তাঁকে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে উদ্ধার করতে না পেরে ফায়ার ব্রিগেট কর্মীদের খবর দেয়। গোপালগঞ্জ ফায়ার ব্রিগেডের ডুবুরীরা ছয় ঘন্টা চেষ্ট করে অবশেষে মধুমতি নদী থেকে বিকাল চারটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
গোপালগঞ্জ ফায়ার স্টোশনের সিনিয়ার স্টেশন অফিসার স ম আরিফ জানান- আমাদের গোপালগঞ্জ ফায়ার স্টোশনের একটি টিম খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মধুমতি নদী থেকে ছয় ঘন্টার চেষ্টার পর শিশুটিকে মৃহ অবস্থায় উদ্ধার করি।