Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ২০২০ সালে ভ্রাম্যমাণ আদালতে ৬৮৭ জনের বিরুদ্ধে ৬৪০ মামলা

MEHADI HASAN
ডিসেম্বর ৩১, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে গত ২০২০ সালে ৬৮৭ জনকে আসামী করে ৬৪০ টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিভিন্ন ধারায় এসকল মামলায় আসামীদের কাছ থেকে ৭ লক্ষ ৭৮ হাজার ২৮০ টাকা জরিমানা আদায় করেছে আদালত।

জানা গেছে, গত ২০২০ সালে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসকল মামলা দায়ের করে আসমীদের অর্থ দন্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩১২ জনকে আসামী করে ৩১২টি মামলা করেছেন।

এসময় ওই বিচারক আসামীদের পাঁচলক্ষ ২৬ হাজার ৩০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন।এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদলত বসিয়ে বিভিন্ন ধারায় ৬৮৭ জন কে আসামী করে ৩২৪টি মামলা করেন। এসকল মামলায় দুইলক্ষ ৫২ হাজার ২৫০টাকা অর্থদন্ড প্রদান করেন। তবে এসকল মামলার বেশীর ভাগই সংক্রমক আইনে করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।