Nabadhara
ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা কয়রা আসনে বিজয়ী মোঃ রশীদুজ্জামান

নবধারা ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা কয়রা (খুলনা ৬) আসনের বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তিনি বলেন, প্রতিহিংসা পরায়ণ হলে তার সাথে নেই বলে জানিয়েছেন। পাইকগাছা কয়রা উপজেলার বেসরকারী ভাবে জয়ী মোঃ রশীদুজ্জামান তার ফেসবুকে পোস্টের মাধ্যমে লেখেন, বিজয়ের আনন্দে প্রতিহিংসা পরায়ণ না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

যদি অতি উৎসাহী হয়ে কেউ প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তবে তার সঙ্গে আমি থাকবো না। এসময় তিনি খুলনা ৬ আসনের ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আমি মানুষের সেবক হয়ে কাজ করবো। পাইকগাছা উপজেলার ৭৯ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৬৫ হাজার ৭৪৬ ভোট ও ঈগল পেয়েছে ২৮ হাজার ২৩১ ভোট। কয়রা উপজেলার ৬৩ টি ভোট কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছেন ৩৭ হাজার ২৮৫ ভোট। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিএম মাহবুবুল আলম পেয়েছেন ২২ হাজার ০৩০ ভোট।

 

 

সর্বমোট ৫২ হাজার ৭৭০ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী । এ ব্যপারে জানতে চাইলে বিজয়ী প্রার্থী মোঃ রশীদুজ্জামান বলেন, এবিজয় সব জনগনের বিজয়। আমি মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।