Nabadhara
ঢাকাসোমবার , ৩ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ত্রাণ দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষনের ঘটনায় মামলা

MEHADI HASAN
মে ৩, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী: 

চিতলমারীতে  ত্রান দেয়ার কথা বলে ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস এক স্কুল ছাত্রীকে (১৭) ধর্ষণের ঘটনায় রবিবার রাতে ধর্ষিতার মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।পুলিশ আসামী ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন।ইতোমধ্যে উপজেলার বিভিন্ন সিমান্তে চেক পোষ্ট বসিয়েছে।গতকাল সোমবার বাগেরহাট সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এব্যাপারে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাখিন আহম্মেদ নবধারা কে জানান, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে । ধর্ষিতার মা’ বাদি হয়ে চিতলমারী থানায় একটি মামলা করেছেন। মামলা নং-১। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সোমবার বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। তাকে ২২ ধারায় জবানবন্ধি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। আসামী ননী গোপাল বিশ্বাসকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবানিয়ারী ইউপির ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস করোনায় ত্রান দেয়ার কথা বলে ভিকটিমের বাড়িতে যান।এসময় বাড়িতে কোন লোকজন না থাকায়  ইউপি সদস্য ননী গোপাল বিম্বাস তাকে ঘরে আটকে হাত-মুখ বেধে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটির মা বাড়িতে আসলে সে তার মাকে সব ঘটনা খুলে বলেও পরিবারের অন্যন্যদের জানান। ওই দিন রাতে ধর্ষিতার মা বাদি হয়ে লম্পট ননী গোপাল বিশ্বাস কে আসামী করে থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী) ২০১৩ এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং-১।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।