1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

সৌদিতে ২৬ বছর পর শীতকালে শুরু হবে রমজান

নবধারা ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ জন নিউজটি পড়েছেন।

চলতি বছরের মার্চ মাসে রমজানকে স্বাগত জানাবেন সারা বিশ্বের মুসলমানেরা। এবার ২৬ বছর পর শীত মৌসুমে রমজান পালন করবেন সৌদি আরবের নাগরিকেরা। সাবাক ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী এবার সৌদি আরবে ১১ মার্চ রমজান শুরু হওয়ার সম্ভবনা রয়েছে। দেশটিতে শীত মৌসুম শুরু হয়েছে ২২ ডিসেম্বর থেকে. যা চলমান থাকবে ২০ মার্চ পর্যন্ত।

 

বিশেষজ্ঞরা বলেছেন, ২০২৪ সাল থেকে রমজান শীতকালে শুরু হবে, তবে প্রথম দুই বছর রমজানের শেষ অংশে বসন্তকাল শুরু হবে। এরপর ২০৩১ সাল পর্যন্ত রমজান শীতকালে শুরু হবে এবং এরপরের ৮ বছরে অর্থাৎ, ২০৩৯ সাল পর্যন্ত শরৎকালে। প্রসঙ্গত, ২০২৪ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংblundstone max white shoes toner hp 203x cena bloom gucci 100 ml scarpe air max 720 sexy teens in tight shorts champion t paidat mjukisbyxor herr dressmann Sweden asics gel sonoma 3 g tx cena Amazon marco 32×45 paw patrol plüsch marshall adidas yeezy boost 350 v2 mono ice new balance gesunder gang max white shoes sklz pro mini hoop xl basketball স্থা এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস)। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী আগামী ১১ মার্চ (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছে সংস্থাটি। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান আগামী রমজান মাস সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে শুরু হবে বলে নিশ্চিত করেছেন।

 

আমিরাতে আগামী ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত পরবর্তী সব রমজান মাস শীতকালে শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, এরপর দেশটিতে রমজান মাসের শুরু শরৎকালে হবে। ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান। হিজরি ক্যালেন্ডারের অন্যান্য সব মাসের মতো রমজান মাস শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর তারিখ চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ রমজান মাস শুরুর বিষয়ে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে। জ্যোতির্বিজ্ঞানের গণনায় কেবল ইসলামি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের শুরুর সম্ভাব্য তারিখের পূর্বাভাস দেওয়া হয়। ইসলামের পবিত্রতম শহর সৌদি আরবের মক্কায় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর অন্যান্য ইসলামিক দেশের মতো সংযুক্ত আরব আমিরাতও চাঁদ দেখার মাধ্যমে রমজানের শুরু নির্ধারণ করে। রমজান মাসের শুরু সাধারণত নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। আর পবিত্র এই মাস ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION