Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউ এন ও

MEHADI HASAN
মে ৪, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ

দেশে করোনাকালীন দ্বিতীয় ঢেউ চলাকালে কর্মহীন হয়ে পড়া ২০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা।

মঙ্গলবার (০৪মে) কালিয়া উপজেলা পরিষদ চত্বরে কর্মহীন হয়ে পড়া মোটর শ্রমিক ও নরসুন্দর পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার অশোক ঘোষ প্রমুখ। প্রধানমন্ত্রীর দেওয়া এ সকল খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, দুধ, চিনি, লবন, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা নবধারা কে , করোনাকালীন সময়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে সকল কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক প্রণোদনা সঠিকভাবে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।