প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত -১, আহত-৭

মিঠুন ভদ্র নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় সোহেল খান (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কান্দি নামক স্থানে দ্রুতগামী একটি পরিবহন বাসের চাপায় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। সোহেল উপজেলার বড় নাওডুবি গ্রামের জাফর খাঁনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তবে ঘাতক বাসকে আটক করতে পারেনি পুলিশ।
অপরদিকে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ সংলগ্ন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.