মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে জাল টাকার কারবারি ফেরদাউস শেখ (২৫) কে ৩৫ হাজার জাল টাকাসহ আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফেরদাউসকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ফেরদাউস শেখ উপজেলার কামারগ্রামের বুলবুল শেখ এর ছেলে। তাঁর নামে গতকাল বুধবার রাতেই মোল্লাহাট থানা পুলিশের এস আই ঠাকুর দাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ২৫ এর এ এবং বি ধারায় মামলা করেছেন। মামলা নাম্বার-৩
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার লেনদেন করছে এমন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানা পুলিশের এস আই ঠাকুর দাসের নেতৃত্বে অভিযান চালালে ওয়াজেদ মেমোরিয়াল স্কুলের কাছের একটি দোকান থেকে জাল টাকা লেনদেনের সময় ফেরদাউস শেখ হাতেনাতে ধরা পড়েন। তাঁর কাছে ৩৫ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এসময় তাঁর সাথে থাকা অপর একজন পালিয়ে যায়।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী গোলাম কবীর নবধারা কে জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র জাল টাকার ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিত্বে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ফেরদাউস শেখ নামে এক জাল নোট কারবারীকে আটক করেছে। তাঁর নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নাম্বার-৩। আটককৃত আসামীকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
নবধারা/বিএস