Nabadhara
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

না‌জিরপু‌রে ধান ক্ষ্যাতে বিদ্যুৎপৃষ্ঠ হ‌য়ে কি‌শো‌রের মৃত্যু

না‌জিরপুর(পি‌রোজপুর)প্রতি‌নি‌ধি
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

না‌জিরপুর(পি‌রোজপুর)প্রতি‌নি‌ধি

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বিদ্যুৎপৃষ্ঠ হ‌য়ে এক কি‌শো‌রের মৃত্যু হ‌য়ে‌ছে। মৃত ওই কি‌শোর উপ‌জেলার শ্রীরামকাঠী ইউ‌নিয়‌নের চৌঠাইমহল(বা‌রোহাজার)গ্রা‌মের আলঙ্গীর ম‌ল্লিকের ছে‌লে সিয়াম ম‌ল্লিক(১২)। ঘটনা‌টি ঘ‌টে‌ছে ১২ ফেব্রুয়ারী সোমবার দুপু‌রে একই এলাকার আশ্রাব ম‌ল্লি‌কের ইরিধান খে‌তে।

 

মৃত কি‌শো‌রের মা ইয়াস‌মিন বেগম জানান,গত ১১ ই ফেব্রুয়ারী রা‌তে ইরিধান ক্ষেতে ইঁদুর মারার উ‌দ্দে‌শ্যে পা‌শের বা‌ড়ি দিলীপ সিকদা‌রের বা‌ড়ি হ‌তে সাইড লাইন অর্থাৎ(চোরা লাইন)নি‌য়ে কৃষক আশ্রাব মল্লীক তার ধান‌ক্ষে‌তে দেয় এবং লাইন‌টি সকা‌লে বন্ধ না ক‌রে একই অবস্থায় রে‌খে দেয়। সোমবার দুপু‌র ১ টার দি‌কে আমার ছে‌লে মা‌ঠে ছাগল আন‌তে গে‌লে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থ‌লেই মারা যায়

 

।আ‌মি ছে‌লে‌কে উদ্ধার কর‌তে গে‌লে আ‌মিও বিদ্যুৎপৃষ্ঠ হ‌য়ে আহত হই।পরবর্তী‌তে স্থানীয় লোকজন আমার ডাক‌চিৎকা‌রে ঘটনাস্থ‌লে এ‌সে বাশের লা‌ঠি দি‌য়ে বিদ্যুৎ লাইন থে‌কে ছা‌ড়ি‌য়ে আমা‌কে উদ্ধার ক‌রে।

 

এ‌বিষ‌য়ে না‌জিরপুর থানার উপ-পু‌লিশ পরিদর্শক(এস আই)মোঃমজাহারুল ইসলাম জানান,আমরা ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আ‌সছি,আমা‌দের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।