মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় চত্বরে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু, বাগেরহাট জেলা পরিষদের সদস্য শেখ আ. রাজ্জাক, ফকিরহাট ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য শিরিনা আক্তার, কাজি আজহার আলি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোহা. আব্দুল বারী, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য শেখ নাসির উদ্দীন, ফকিরহাট আর্দশ বিদ্যালয়ে অধ্যক্ষ ঠাকুর দাশ রায় প্রমূখ।
২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।