Nabadhara
ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পুজা উপলক্ষ্যে ঐতিহ্যবাহী যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার
রামশীল ইউনিয়নের রামশীল মর্ডান ক্লাবের আয়োজনে এই যাত্রা পালা অনুষ্ঠিত হয়। যাত্রা পালা পরিবেশন করেন খুলনা থেকে আগত বিখ্যাত
যাত্রাশিল্পীরা।

 

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় রামশীল মর্ডান ক্লাবের প্রধান উপদেষ্টা নিহার রঞ্জন বাড়ৈ, সভাপতি বিশ্বজিৎ বাড়ৈ, সাধারন সম্পাদক সুমন বাড়ৈ সহ মর্ডান ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।

 

যাত্রাপালা দেখতে আসা রামশীলের সবিতা রানী সরকার বলেন, আজকে বৃন্দাবনে কৃষ্ণ কালী যাত্রাপালা দেখে খুব আনন্দ পেয়েছি, এই সময়ে এমন যাত্রা বেশি হয়না।কলেজপড়ুয়া ছাত্র অনিক বলেন, আধুনিক সময়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপরীতে এই ধরনের সামাজিক অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো। এই ধরনের আয়োজন আরো আশা করি।

 

মর্ডান ক্লাবের সভাপতি বিশ্বজিৎ বাড়ৈ বলেন, আমাদের সংগঠন সব সময় সমাজিক কর্মকান্ড পরিচালনা করে। প্রতি বছর আমার সরস্বতী
পুজায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতি অনুষ্ঠান করে থাকি, এছাড়াও বিভিন্ন দিবস উপলক্ষে প্রতিযেগিতকমূলক খেলাধুলার আয়োজন করি।
যেমন এলাকায় কোনো ছেলে মেয়ে যদি আর্থির অসুবিধার জন্য লেখাপড়া না করতে পারে এই সময় আমরা ক্লাব থেকে তার লেখা পড়ার
দায়িত্ব গ্রহন করি। মহামারী করোনায় ভাইরাসের সময় মর্ডান ক্লাবের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের পাশে দাড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।