Nabadhara
ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে সদর বাজার ব্যবসায়ী নির্বাচন সম্পন্ন

নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে আলামিন খান(দেয়াল ঘড়ি প্রতীকে)১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

 

তার নিকটতম প্রার্থী মোঃ পান্নু ফরাজী (চেয়ার প্রতীক) ১০৯, মোঃ আফতার উদ্দিন খান (দোয়াত কলম প্রতীকে)০৭ ভোট পেয়েছেন।এবং সাধারণ সম্পাদক পদে মোঃ নজির খান (হারিকেন প্রতীকে)১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রার্থী সাইফুর রহমান সবুজ (গোলাপ ফুল প্রতীকে) ১১৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তাফিজুর রহমান (বই প্রতীকে)১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সবুজ হালদার (উরোজাহাজ প্রতীক) ৮৩ ভোট পেয়েছেন।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোঃ হেদায়েত শরীফ ও মোঃ জাহিদ খান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ খোকন খান,দপ্তর সম্পাদক মোঃমাহাতাব হাওলাদার,কার্যনির্বাহী সদস্য পদে মোঃ রিয়াজ হাওলাদার,আল-আমিন হোসাইন,মোঃ ওমর আলী খান নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য সদর বাজারে মোট ভোটার সংখ্যা ২৫০ জন। শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার সদর বাজার ব্যবসায়ী অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

 

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন,নাজিরপুর কলেজের সাবেক অধ্যাপক মোঃ আবুল কাশেম খান,এস এম রিয়াজ উদ্দিন ও মোঃ ইলিয়াস হোসেন শেখ তারা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর মোঃআক্তারুজ্জামান,উপ-সহকারি কৃষি কর্মকর্তা পংকজ কুমার বড়াল।এসময় জনপ্রতিনিধি,ব্যবসায়ী, সাংবাদিকসহ,পুলিশ সদস্য সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।