কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শুক্রবার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার জানিয়ে পরিবারিক কবরস্থনে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু গতকাল শুক্রবার দুপুর ১২টা ৭ মিনিটে খুলানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহষ্পতিবার দুপুরে তিনি অসুস্থ্য হলে তাঁকে কচুয়ায় চিকিৎসা করা হয়। পরে অসুস্থাতা আরও বাড়লে তাকে খুলানা আবু নাসের হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
শুক্রবার বিকাল ৫টায় কচুয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার জানানো হয়।
এই সময় কচুযা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, কচুযা থানা অফিসার ইন চার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মোঃ লতিফুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সেখ আণোয়ার হোসেন, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সেখ বজলুর রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন কোটাল সহ অন্যান্য কর্মকর্তাগণ।
তিনি মৃত্যু কালে স্ত্রী ও ১পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় সজন ও গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে তাঁর গভীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তা ও বিশিষ্ঠ মুক্তিযোদ্ধাগন।
পরে বিকাল সাড়ে ৫টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
নবধারা/বিএস