মিঠুন ভদ্র ,নগরকান্দা ( ফরিদপুর প্রতিনিধিঃ)
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ পালন করা হয়েছে।
নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
সকাল ৮ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নগরকান্দা উপজেলা প্রশাসন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, নগরকান্দা পৌর পরিষদ, নগরকান্দা থানা প্রশাসন, নগরকান্দা মডেল উপজেলা প্রেসক্লাব, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার আঙ্গ – সহযোগী সংগঠন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
সকাল সাড়ে ৮ টায় নগরকান্দা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরী শেষে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল ৯ টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
পরে উপজেলা চত্বরে বইমেলা উদ্বোধন ও পরিদর্শন করেন ফরিদপুর -২ আসনের সদস্য শাহদাব আকবর চৌধুরীর লাবু।
এছাড়াও শিশু-কিশোরদের রচনা, চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাদ যোহর ও সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ /দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।