Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

MEHADI HASAN
মে ৭, ২০২১ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

 নড়াইলের কালিয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা মোঃ তরিকুল ইসলাম তারা নামে এক আসামীকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

আজ ৭মে (শুক্রবার) দুপুর ২:৩০ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত তরিকুল ইসলাম তারা উপজেলার কুলশুর গ্রামের মেসার্স মশিয়ার এন্টারপ্রাইজের মালিক ও মোঃ গফ্ফার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) (নিঃ) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এস.সি. ৩৮/১২/১৭ এর সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামী মোঃ তরিকুল ইসলাম তারা লোহাগড়া থানার দিঘলিয়া বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান প্ররিচালনা করে তাকে আটক করা হয়।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া নবধারা কে বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামী মোঃ তরিকুল ইসলাম তারা লোহাগড়া থানার দিঘলিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে এবং সাজাপ্রাপ্ত আসামীকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।