এস এম শরিফুল ইসলাম নড়াইল
নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর দিকনির্দেশনায় নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিক ভাবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তাান্তর করেন।
নড়াইল পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত অফিসার এসআই মোঃফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। জানুয়ারি মাসে মোবাইল হারানো জিডির প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন।
এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা বলেন, মোবাইল ফোন পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা আরো বলেন,তাদের মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়।
এসময় সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মো, শাহ্ দারা খানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.