সাংবাদিক মেহেদী হাসান এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার স্থানীয় খেলায় আম্পায়ারিং করলেও জেলার স্টেডিয়ামে আজ তিনি প্রথম দায়িত্ব পালন করেছেন। আম্পায়ার হিসেবে ম্যাচের দায়িত্ব পালন করা টুঙ্গিপাড়ার তিনিই এখন একমাত্র ব্যক্তি।
মেহেদী হাসান ক্রিকেটের টানে ছেলেবেলা থেকে একসময় দাপিয়ে বেড়িয়েছেন মাঠে। একসময় পুরোদমে খেলায় মনোযোগ দেন তিনি। তার বাড়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে।
বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত ও বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করছেন।
আজ বুধবার গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে টেকনিক্যাল স্কুল গোপালগঞ্জ বনাম শেখ রাসেল স্কুল গোপালগঞ্জ ম্যাচের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ৫০ ওভারের এই ম্যাচে টেকনিক্যাল স্কুল জয় লাভ করেন।
এবিষয়ে মেহেদী হাসানের কাছে অনুভূতির কথা জানতে গেলে তিনি বলেন, আজ আমি ভীষন আনন্দিত, এইদিনটার জন্য আমি ভেতরে ভেতরে অপেক্ষা করেছি। আগামীতে আরো বড় খেলায় দায়িত্ব পালনের আশা রাখি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।