তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
নাজিরপুরে সাপোর্ট মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই মে) নাজিরপুরের ঐতিহ্যবাহী আরাবিয়া সাতকাছিমিয়া মাদ্রাসার এতিমখানার দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে সাপোর্ট মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র নায়ক জায়েদ খানের ঐকান্তিক প্রচেষ্টায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি ইসলাম, সাপোর্ট মানব কল্যাণ সংস্থার নাজিরপুর উপজেলা শাখার সভাপতি জনাব রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম সহ অত্র মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানায়, সাপোর্ট মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জায়েদ খানের এ ইফতার ও দোয়া মাহফিল পুরো রমজান মাস ব্যাপি চলমান রয়েছে।
নবধারা/বিএস