Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত চাইমের খালিদ সাইফুল্লাহ

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
মার্চ ১৯, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার

 

শিল্পী খালিদ সাইফুল্লাহকে জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বাদ যোহর বেলা ২.৩০ মিনিটে গোপালগঞ্জ শহরের গেটপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এরআগে বেলা ২ টায় গোপালগঞ্জ কোর্ট মসজিদের পাশে এসএম মডেল সরকারি বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজার নামাজ সম্পন্ন হয়।

এসময় আত্মীয়স্বজন ছাড়াও ভক্ত শুভানুধ্যায়ীসহ সহস্রাধিক মুসল্লি তার জানাজার নামাজে অংশ নেন। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গেটপাড়া কবরস্থানে। এরআগে ঢাকা থেকে সোমবার দিবাগত রাত তিনটার দিকে খালিদ সাইফুল্লাহর লাশবাহী গাড়ি গোপালগঞ্জ এসে পৌঁছায়। এসময়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল থেকে তাকে একনজর দেখতে লাশবাহী গাড়ীর সামনে ভীড় করতে থাকে শুভ্যানুধ্যায়ীরা।

খালিদ সাইফুল্লাহ ১৯৬৩ সালে গোপালগঞ্জে শহরের মধ্যপাড়ায় ,জন্মগ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের পড়ার সময় থেকেই গানের প্রতি ঝোক ছিলো তার। ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন তিনি। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।

 

সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’ হয়নি যাবারও বেলা', এর মতো অসংখ্য জনপ্রিয় গান তিনি শ্রোতাদের উপহার দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ, তাঁর গান এখনো মানুষের মুখে মুখে ফেরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।