Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হযরত খানজাহান (রহ.) মাজার শরীফের প্রধান খাদেম সন্ত্রাসী হামলায় আহত

সোহেল রানা বাবু
মার্চ ৩০, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি     

হযরত খানজাহান (রহ.) মাজারে মেলার দোকানীদের কাছে থেকে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় মাজার শরীফের প্রধান খাদেম শের আলী ফকির (৮০) আহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফ এলাকায় এই হামলার পর প্রধান খাদেম শের আলী ফকিরকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান খাদেম শের আলী ফকির জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মত মাজার শরীফ এলাকায় মেলার ভিতর একটি দোকানে বসে ছিলাম। রাত ১০ টার দিকে দোকানীদের মুখে চাঁদা নেয়ার বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে যাই। চাঁদা নেয়ার প্রতিবাদ করি। এসময়ে মাজারের বাচ্চু ফকিরের ছেলে কহিনুর করিম রুহি ও নজু ফকির আমাকে বেধড়ক মারপিট করে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে হাসপাতালে ভর্তি করেন। আমি রাতেই থানায় লিখিত অভিযোগ করেছি।

 

 

বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, হযরত খানজাহান (রহ.) মাজার শরীফের প্রধান খাদেম শের আলী ফকিরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।