মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করা হয়েছে ।
আজ ১০ মে (সোমবার) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিশেষ উপহার বিতরণ করা হয়।
এ সময় ২২০ পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ২টি সাবান দেয়া হয়।
করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, জেলা ত্রান কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস