Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা

নবধারা ডেস্ক
এপ্রিল ২, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় কিছুদিন আগে সবজির ভরা মৌসুমেও দাম ছিল চড়া। তবে সপ্তাহের ব্যবধানে এখন কিছুটা কমেছে সবজির দাম। আলুর দাম কেজিতে কিছুটা বেশি  থাকলেও বেশিরভাগ সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ার বিভিন্ন  বাজার ঘুরে সবজির দরের এমন চিত্র দেখা গেছে। কিছুদিন আগে সবজি বিক্রেতারা দাবি করেছিল— ক্ষেতে চাষ করা সবজিগুলোর শেষ সময় থাকায় সরবরাহ কমে বেড়েছিল দাম। তবে এখন নতুন করে চাষ করা সবজিগুলো উঠতে শুরু করেছে, সে কারণে বাজারে সরবরাহ বাড়ছে সবজির। তাই আজকের বাজারে সবজির দাম কিছুটা কম। এই দাম আরও কমে আসতে পারে।
আজ বাজারে পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা যা কিছুদিন আগে ছিল ৬০-৮০ টাকা ছিল, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫ টাকা যা কিছু দিন আগে ২৫-৩০  টাকা , মিষ্টি কুমড়া এই সপ্তাহে বিক্রি হয়েছে ২৫ টাকা যা গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা, এই সপ্তাহে ঢেরস  ১৫ টাকা বিক্রি হয়েছে তবে কিছুদিন আগে ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা কলা হালি পতি বিক্রি হচ্ছে ২০ টাকা যা গত সপ্তাহে ছিল ২৫ থেকে ৩০ টাকা, কচুর লতি এ সপ্তাহে বিক্রি হয়েছে ২০ টাকা গত সপ্তাহে ছিল ২৫ টাকা, গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা, সজিনা বিক্রি হচ্ছে এ সপ্তাহে ৪০ টাকা যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা ।
অন্যদিকে টমেটোর দাম কিছুটা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়, কাঁচা মিষ্টি কুমড়ো প্রতি কেজি ১৫ টাকা,কাঁচা মরিচ প্রতি কেজি ৫০ টাকা যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০ টাকা,উচ্ছে এ সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা, কুশি ৩০ টাকা, লেবু হালি প্রতি ২০ টাকা, লালশাক প্রতি আটি ৫ টাকা, পুঁইশাক আটি প্রতি ১০ টাকা।
এদিকে ক্রেতারা বলছেন রোজার মাসে সবজির দাম কমে আসায় স্বস্তিতে আছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।