নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন,কালিয়া পেড়লী গ্রামের ইউনুস মুন্সীর ছেলে ফিতস মুন্সী (৪২), শীতলবাটি গ্রামের লাল মিয়া শেখ জাকারিয়া শেখ (৩০) ও একই গ্রামের কবির মোল্যার ছেলে জুনায়েত মোল্যা (৪২)।
পুলিশ সুত্রে জানা গেছে শনিবার (৬এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার এসআই আজিজুর রহমান সঙ্গীয় পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ফিতস মুন্সীর বাড়ি অভিযান চালিয়ে ১৯৫ পিচ ইয়াবাসহ তাদের কে আটক করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম উদ্দিন বলেন, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রোববার (৭এপ্রিল) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।
৭-০৪-২৪
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।