দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে আজ ২৯ রমজান ৯এপ্রিল লেবুখালী পায়রা পয়েন্টের দি বিরতি রেষ্টুরেন্ট সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন। সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী সহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন আহবায়ক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন উপকমিটি, ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ জুয়েল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার ইলিয়াস মাহবুব মিনা, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ প্রমুখ।
সংগঠনের কার্য নির্বাহী কমিটির সদস্য সহ অর্ধ শতাধিক প্রকৌশলী এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। ইফতার পুর্ব দোয়া মোনাজাত করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল হোসেন।