বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশুখাদ্য ও প্রান্তিক নারীদের দুস্থ সহায়তায় ভিজিএফের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
৫ টি ইউনিয়নের ৮৫০ জন নারী পুরুষের প্রত্যেককে নগদ ৫০০ টাকা করে মোট ৪ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (১১ মে) সকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

