মিঠুন ভদ্র নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনে ফরিদপুরের নগরকান্দায় পহেলা বৈশাখ-১৪৩১ পালিত হয়েছে।
অতীতের সব জরাজীর্ণ ধুয়ে মুছে সবার জীবনে বয়ে আসুক সুখ শান্তি- সমৃদ্ধ ও আনাবিল আনন্দ। এই প্রত্যাশায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রবিবার সকাল ৯ টায় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল এক মঙ্গল শোভাযত্রা মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানটি শুভ সূচনা ঘটে।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো জামকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, সুধী সমাবেশ, গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা, রশি টানাটানি, অন্ধের হাড়ি ভাঙ্গা, গ্রমীন মেলা, পান্তা ইলিশ খাওয়া ইত্যাদি।
উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান, সরকারি মহেন্দ্র নারায় একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারি/ বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বীর মুক্তযোদ্বা, শিক্ষক,সাংবাদিক,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।