বাইজীদ সা’দ টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া গ্রামের কৃষক হেমায়েত উদ্দিনের ৩ টন বোরো ধান সংগ্রহ করে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, অফিসার ইনচার্জ এএফএম নাসিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওয়াজিউর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মুরাদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম জানান, উপজেলার কৃষকদের থেকে সরাসরি ৯’শ ৭২ টন বোরো ধান সংগ্রহ করবে খাদ্য গুদাম। আগামী ১৬ আগস্টের মধ্যে ২৭ টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                