Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, চেয়ারম্যান ও আ.লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

Bayzid Saad
মে ১১, ২০২১ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল

শিশু নির্যাতনকারী নড়াইলের নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্যার নামে অবশেষে নড়াগাতী থানায় মামলা হয়েছে।

১০ মে (সোমবার) রাতে নির্যাতিত শিশুটির বাবা কাইয়ুম চৌধুরী বাদী হয়ে নড়াগাতী থানায় এ মামলা দায়ের করেন। এই মামলায় ফুরকান মোল্যা ও তার চাচাত ভাই শাহীন মোল্যাসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন নবধারা কে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আসামিরা আত্মগোপন করেছে। তবে তাদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

উল্লেখ্য, নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের মধুপুর এলাকায় সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ১২ বছরের ওই শিশুটিকে অমানবিক নির্যাতন করা হয়।

ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান ফোরকান মোল্যা শিশুটিকে ব্যাপক মারধরসহ লাথি মারছেন এবং গালিগালাজ করছেন। এ সময় অপর ব্যক্তিও ওই শিশুটিকে মারধর করে। নির্যাতনের ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে।

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহ মোঃ ফোরকান মোল্যা নবধারা কে বলেন, ‘সুপারি চুরির ঘটনায় ওই কিশোরকে ধরে আমাকে খবর দেওয়া হয়েছিল। তাকে ২/৩টা চর থাপ্পড় দিয়ে তার গার্জিয়ানকে দিয়ে দিয়েছিলাম। ঘটনাটি ৬ মাস আগের। কে বা কারা ভিডিওটি ফেসবুকে আমার নামে ফেক আইডি খুলে ছড়িয়ে দিয়েছে।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।