Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে জেলা প্রশাসক শাহিদা সুলতানার ঈদসামগ্রী বিতরণ

Bayzid Saad
মে ১১, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র ‘অবলম্বন’ এর সদস্যদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে অবস্থিত ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের ৪৭ জন সদস্যের মাঝে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, সেমাই, চিনিসহ বিভিন্ন ধরণের ঈদসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, ওসি মো: আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, গোলাম কিবরিয়া দাড়িয়া, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপজেলার হিরণ ইউনিয়নের কর্মহীন মানুষদের মাঝে নগদ অর্থ ও দেবগ্রাম আশ্রায়ণ প্রকল্পে বসবাসরতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন।

ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের সদস্য সোনামতি বেগম ও রেখা বেগম বলেন, ডিসি স্যার আমাদের ঈদসামগ্রী দেওয়ায় আমরা আনন্দিত। এর আগে আমরা কোন ঈদে নতুন শাড়ি লুঙ্গি বা ঈদসামগ্রী পাইনি। এ বছর আমরা সুন্দর ভাবে ঈদ করতে পারবো।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।