Nabadhara
ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দোকান মালিক নামাজে; নাজিরপুরে ভর দুপুরে বিকাশের দোকানে চুরি 

Bayzid Saad
মে ১২, ২০২১ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের সামনের একটি বিকাশের দোকানে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার (১১ মে) দুপুরে ভাই-ভাই টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর নামের এই দোকান থেকে নগদ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্র।

দোকান মালিক মোঃ সাইদুর রহমান জানান, প্রতিদিনের মত দোকানের শার্টার নামিয়ে যোহরের নামাজ পড়তে যাই। নামাজ শেষে ১ টা ৪২ মিনিটেই দোকানে চলে আসি। দোকানের সামনে একপাশের একটি সাটার পুরোটাই বন্ধ ছিল। অন্য পাশের সাটারটি প্রতিদিনের মত অর্ধেক খোলা ছিল।নামাজ থেকে ফিরে এসে দেখি দোকানের দুইটি সাটারই অর্ধেক করে খোলা, ক্যাশ ড্রয়ারের দিকে তাকালেই দেখি দুইটি ক্যাশ ড্রয়ার ভাঙা। চোরের দল আমার দোকানের ড্রয়ার থেকে ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। আমি একজন অসহায় ক্ষুদ্র দোকানদার। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলতে বলতেই তিনি অজ্ঞান হয়ে পরেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ১৩ বছর ধরে এই বিকাশের দোকান করছেন সাইদুল ইসলাম। ৪ বছর পূর্বে ঈদের ঠিক ১দিন আগে তার দোকানেই ঠিক এই ধরনের ঘটনা ঘটেছিল কিন্তু তখন কোন টাকা পয়সা নিতে পারেনি। কখনো চুরির ঘটনা না ঘটলেও দিনে দুপুরে এমন চুরির ঘটনায় আমরা আতঙ্কিত।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশ্রাফুজ্জামান নবধারা কে বলেন, বিষয়টি আমরা প্রাথমিকভাবে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিতভাবে অভিযোগ করলে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।