মোঃ নাঈমুর রহমান,পটুয়াখালী জেলা প্রতিনিধি
“শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। বুধবার সকাল সাড়ে ৮ টায় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ প্রাঙ্গণ থেকে কলাপাড়া উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মহিব্বুর রহমান (মহিব) এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি বাবু নির্মল নন্দী উপজেলা আওয়ামী লীগ,সহ-সভাপতি ড শহিদুল ইসলাম বিশ্বাস উপজেলা আওয়ামী লীগ, সহ-সভাপতি নাসির উদ্দিন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পৌর আওয়ামী লীগ, অধ্যাপক ইউসুফ আলী দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ।
সভা সঞ্চালনা করেন সরদার আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মশিউর রহমান মামুন সহ-সভাপতি উপজেলা শ্রমিক লীগ,আশরাফুল আলম মোতালেব যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক লীগ,মনিরুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিক লীগ,নাঈমুর রহমান সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিক লীগ, এইচকে নয়ন খলিফা সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিক লীগ, সোহেল হাওলাদার সাংগঠনিক সম্পাদক উপজেলা শ্রমিক লীগ, মরিয়ম বেগম পাখি মহিলা বিষয়ক সম্পাদক উপজেলা শ্রমিক লীগ, আবু সাঈদ হাওলাদার ক্রিয়া বিষয়ক সম্পাদক উপজেলা শ্রমিক লীগ, মনিরুল ইসলাম সহ শ্রমবিষয়ক সম্পাদক উপজেলা শ্রমিক লীগ,শাহারুল ইসলাম লিটন সভাপতি নীলগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগ, আবুল কালাম সভাপতি ২নং টিয়াখালী ইউনিয়ন শ্রমিক লীগ, জসিম সাধারণ সম্পাদক ২নং টিয়াখালী ইউনিয়ন শ্রমিক লীগ ,মিন্টু মোল্লা সভাপতি ইমারত নিমান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), দুলু বয়াতি সভাপতি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, অটোভ্যান, অটোরিকশা, হ্যান্ডিলিং শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ৮ ঘন্টা কাজ করার পরিবেশ। শ্রমিকদের ঘাম শুকানোর আগে ন্যায্য পাওনাসহ শ্রমিকদের সকল অধিকার আদায়ে সকলকে একত্রে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ তামিম।