নিজস্ব প্রতিবেদক
তীব্র তাপপ্রবাহে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তামিম খাকীর উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট(এটিআই) এর মূল ফটকের সামনে থেকে এই কার্যক্রম শুরু করে। পরে তারা কলেজ গেইটসহ শেরেবাংলা নগরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন। বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমের দিকনির্দেশনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ।
এবিষয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তামিম খাকী বলেন, উত্তপ্ত এই আবহাওয়ায় ঢাকা মহানগর উত্তরের সকল থানা কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতাকর্মীদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ও তাদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত, স্যালাইন বিতরণ করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। সে নির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা এবং সীমিত সামর্থ্য নিয়েও এই উত্তপ্ত আবহাওয়ায় কাজটি করতে পেরে খুবই গর্ববোধ করছি এবং সামর্থ্যবান দেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।