টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ পোশাক প্রস্তুতিকারক ও রপ্তানিকারক সমিতি (বি জি এম ই) এর সভাপতি এম এ মান্নান কচি বলেছেন এ বছর আমরা ৪৭ বিলিয়ন রপ্তানি করতে পেরেছি, আগামী ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রপ্তানি করতে পারবো এই প্রতিজ্ঞা আমরা করছি। তার জন্য সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা সহ নগদ সহায়তা প্রত্যাহারের পূর্বে বিকল্প সহায়তার ব্যবস্থা সরকারের রাখতে হবে ।
তিনি আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবিধানিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিজিএমই দৃঢ়-প্রতিজ্ঞ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের কর্মসংস্থানের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে বিজিএমই।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিজিএমই এর অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.