নবধারা ডেস্কঃ
আসন্ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় আজ বৃহস্পতিবার ছিল প্রার্থীতা ফরম জমার দেওয়ার শেষ দিন।
আজ সারাদিনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদে প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ ফয়জুল মোল্লার হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া আর কোন প্রার্থী মেয়র পদে লড়াই করছেন না। তাই জনগণের দৃষ্টি এখন কাউন্সিলরদের দিকে।
এদিকে এ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন। বর্তমান কাউন্সিলর নিতাই সাহা এবারের নির্বাচনে অংশগ্রহন করছেন না।
আজ মোঃ কেরামত মোল্লা, এস,এ মালেক ও গোবিন্দ সাহা প্রার্থীতার ফরম জমা দেন।
বিগত ৫ বছরে নিতাই সাহার কর্মকান্ডে হিন্দু কমিউনিটির অসেন্তোশ দানা বাধলে তিনি এবারের নির্বাচনে বৈতরনি পার না হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহন না করার সিদ্ধান্ত নেন।তবে তার ছোট ভাই পাটগাতী বাজার বনিক সমিতির সহ সভাপতি গোবিন্দ সাহাকে তিনি নির্বাচনে মাঠে নামিয়েছেন।
তবে যাই হোক আগামী ৩০ জানুয়ারী নির্বাচনে নতুন কাউন্সিলর পাচ্ছেন এ ওয়ার্ডের সাধারণ জনগণ।