রাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টুঙ্গিপাড়ায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে উপজেলা চেয়ারম্যান পদে মো: বাবুল শেখ (দোয়াতকলম), ভাইস-চেয়ারম্যান (পুরুষ) মাওলানা আব্দুল ওহাব শেখ (উড়োজাহাজ )ও মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মোছা:পারুল ফায়েক(হাঁস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) রাত ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন অফিসার শেখ বদর উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
এতে চেয়ারম্যান পদে মো: বাবুল শেখ দোয়াতকলম প্রতীকে ৪০ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী মাসুদুল হক আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৫১ ভোট।
অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে উড়োজাহাজ প্রার্থীকে ২০ হাজার ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল ওহাব শেখ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিকবাল্ব প্রতীকের প্রার্থী অসীম কুমার বিশ্বাস পেয়েছেন ১৬ হাজার ২০৬ ভোট।
অন্যদিকে ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী মোছা: পারুল ফায়েক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৩ হাজার ৮৪০ ভোট পেয়েছেন কলস প্রতীকের প্রার্থী দুলালী রানী মন্ডল।
প্রসঙ্গত, টুঙ্গিপাড়া মোট ভোটার সংখ্যা ৯০১৩২ জন। পুরুষ ভোটার ৪৫৭৮৬ জন, মহিলা ভোটার ৪৪৩৪৬ জন এবং উপজেলা নির্বাচনে ৬৮.২৫ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।