Nabadhara
ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় রিজিয়া বেগমের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ১২, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমঙ্গলহাটা গ্রামে রিজিয়া বেগমের (৭০) এক নারীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত তবিবর রহমানের স্ত্রী। রোববার (১২ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিজিয়া বেগমকে হত্যা করে তার গলার হার ও কানের দুলসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। শনিবার রাতের যে কোনো সময় তাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।

 

 

পরিবারের সদস্যরা জানান, পাঁচ সন্তানের জননী রিজিয়া বেগম গ্রামের বাড়ি চরমঙ্গলহাটায় প্রায় সময়ে একাই থাকতেন। ঘটনার দিন তার ছেলে যুবলীগ নেতা রবিউল ইসলাম রাত ১২টার দিকে বাড়ি গিয়ে মা রিজিয়া বেগমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। রিজিয়া বেগম যেখানে শুয়ে ছিলেন, তার পাশের জানাজার সঙ্গেই গলায় ফাঁস লাগানো রয়েছে।

 

 

পরিবারসহ স্থানীয়দের ধারণা, বাড়িতে রিজিয়া বেগম ছাড়া তেমন কেউ না থাকার সুযোগে তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র লুটে নেয় দুর্বুত্তরা। মাকে হত্যার খবর শুনে বাড়িতে আসেন তার ছেলে আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবিরসহ অন্য সন্তানরা।

 

 

এ হত্যাকান্ডের ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।