কোটালীপাড়া প্রতিনিধিঃ
পুরো বাড়িতে যেখানে আনন্দে মাতোয়ারা হওয়ার কথা সেখানে এখন কান্নার রোল। আহাজারীতে চলছে শোকের মাতম। বাড়ির বড় মেয়ে মরিয়ম খানম এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেন। আজ সকালে পরিক্ষার ফলাফল জানতে পেরে পুরো বাড়িতে হৈ চৈ শুরু হয়। এ সময় সবার অগোচরে বাড়ির ছোট ছেলে রিফাত শেখ (৩) পানিতে ডুবে মারা যায়।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে। মৃত রিফাত শেখ তারাশী গ্রামের জাহিদুল শেখের ছেলে। মৃত রিফাত শেখের মামা হাফিজুর শেখ জানান, আজ সকালে তার ভাগ্নী মরিয়ম খানমের এসএসসির ফলাফল প্রকাশ পায়। জিপিএ ৪.৩৯ পেয়ে মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় সে।
আশানুরুপ ফলাফল না হলেও পরিবারের সবাই খুশি হয়। এ সময় বাড়ির বাইরে খেলতে থাকা মরিয়মের ছোট ভাই ৩ বছর বয়সী রিফাত শেখ কে দেখতে না পেয়ে সবাই খোজাখুঁজি শুরু করে। কিছুক্ষন পর পার্শ্ববর্তী দিঘীর পানিতে ভাসতে দেখা যায় রিফাত কে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.