Nabadhara
ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে কমরেড হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা

পিরোজপুর প্রতিনিধি
মে ১৩, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও সাবেক ছাত্রনেতা কমরেড হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানিয়েছে পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টি। সোমবার সকালে জেলা কমিউনিস্ট পার্টি অফিসে কমরেড রনোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কমিউনিস্ট পার্টি,ক্ষেতমজুর সমিতি,কৃষক সমিতি,যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় তার প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন সবাই। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও ক্ষেতমজুর সমিতি সভাপতি ডাঃ তপন বসু,সাবেক ছাত্রনেতা ও কৃষক সমিতির সহ-সভাপতি ইখতেহার হোসেন পান্না,জেলা কমিউনিস্ট পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন চক্রবর্তী,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী সহ আরো অনেকে।

এসময় জেলা কমিউনিস্ট পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর হোসেন বলেন,আগামী সপ্তাহে জেলার সকল পার্টির নেতাকর্মীদের নিয়ে বৃহৎ পরিসরে কমরেড হায়দার আকবর খান রনোর স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।