স্টাফ রিপোর্টার, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীর চিংগড়ী গ্রামের শাহাআলম শেখ (৪০) ঘর থেকে ৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী কে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায় গতকাল বুধবার ( ১২ মে) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়িয়া ফাড়ি পুলিশের সহকারী উপ: পরিদর্শক মো: শামিম হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে চিংগড়ী গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে শাহাআলম শেখ ও মচন্দপুর গ্রামের রুহুল আমিন বিশ্বাসের ছেলে খোকা বিশ্বাস(৩০) কে ওই ঘর থেকে আটক করেন।
এসময় সাহাআলমের ঘর তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করেন পুলিশ। এব্যাপারে চিতলমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এরকটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.