Nabadhara
ঢাকাসোমবার , ১৩ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর ও ডাসারে একেই রাতে দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি
মে ১৩, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ডাসার প্রতিনিধি–

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে রবিবার মধ্যরাতে এক প্রবাসী বাড়িতে ও ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজ বাসস্ট্যান্ড সংলগ্ন ডাক বিভাগের এক সরকারী কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এওজ গ্রামের প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। অপরদিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদার জানান, ডাকাতরা ঘরের সবাইকে বেঁধে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ, নগদ তিন লক্ষ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে।

 

অপরদিকে, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজ এলাকার ডাক বিভাগের সরকারী কর্মকর্তার বাড়িতে রবিবার (১২ মে) মধ্যেরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

 

এসময় ডাক বিভাগের কর্মকর্তা জালাল উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন ইভাকে জিম্মি করে নগদ ৪ লাখ ৫০ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর বাড়িতে রাত্র ১ টার দিকে একদল ডাকাত বিল্ডিং এর জানালা ভেঙ্গে প্রবেশ করে। এসময় সাবিনা ইয়াসমিন ইভা একাই ঘরে ঘুমিয়ে ছিলেন।

 

এ সময় ডাকাত দল ঘরে প্রবেশ করে সাবিনা ইয়াসমিন ইভাকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা,একটি ল্যাপটপ,একটি মোবাইল ও কাপড় চোপড় সহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

 

এবিষয়ে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর স্ত্রী সাবিনা ইয়াসমিন ইভা বলেন, রাত্র ১টার দিকে নিচতলার গ্রিল কেটে বাসায় ডুকে দ্বিতীয় তলার প্রতিটি রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাত দল। এতে প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব ও ডাকাতি করে তারা। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এবিষয়ে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম সাংবাদিকদের বলেন, পৃথক দুটি ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।