শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাটের চিতলমারীর হিজলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাঈম খানকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
সোমাবার (১৩মে) রাতে চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম এবং যুগ্ম- আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাঈম খানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এ তথ্য জানাগেছে। উপজেলা যুবলীগের আহবায়ক বলেন, নাঈম দলীয় শৃঙ্খলা ভঙ্গকরেছে। একারনে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে ইউনিয়ন যুবলীগের পদ থেকে সাময়িকভাবে স্থাগিত করা হয়েছে।
এবং ৭ কর্ম কর্মদিবসের মধ্যে সন্তোষজন লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। এব্যাপারে নাঈম খান বলেন, আমি দলীয় কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। কি কারনে আমাকে বহিস্কার করেছে জানিনা।