Nabadhara
ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের চিত্রা নদীতে স্কুলছাত্র নিখোঁজ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ১৫, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে নেমে রাজু শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছেন। বুধবার (১৫মে) সকাল সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রাজু শেখ বরাশুলা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

 

 

 

স্থানীয় সুত্রে জানায়,মঙ্গলবার (১৪ মে) আছরের নামাজের পর রাজু বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে। পরে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজুকে টেনে নিয়ে যায়। এসময় রাজুর সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়।

 

 

এব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তারা ২ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ও তার সন্ধান পায়নি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।