নীলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিবেদক
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা মুন্সীরচর গ্রামের ৭ মাস বয়সের হতভাগ্য শিশু আল আমিন। সে জানেনা তার বাবা আর কোনদিন ই ফিরবে না। রোজদিন ইজিবাই চালিয়ে তার জন্য দুধ ও এটা ওটা খাবার নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে বাবা বলে আর ডাকবে না।
সে জানেনা এসব আবদার এখন কে মেটাবে। আল আমিন এর মা সুবর্নার বিয়ে হয়েছে ২ বছরের কিছু বেশি হয়েছে। তার যে বয়স স্বামী হরণের নির্মম অভিজ্ঞতা ও বাস্তবতা এখনো তার মুখোমুখি হতে হয়নি। ছোট্ট শিশু আল আমিনের বাবার নাম আরমান শেখ। গত ১১ মে তিনি নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। আরমানের পিতা তপু শেখ সন্তান হারিয়ে পাগল প্রায়। বিচারের আশায় বুক বেঁধে এদিক সেদিক দৌড়ঝাপ করছেন।
কেউ গেলেই তাকে বলছেন আমার আরমানের হত্যার বিচার পাবো তো। পৃথিবীর বিচার আমি যদি না পাই দুঃখ নেই আল্লাহর কাছে আমার আরমানের হত্যার বিচারে আর্জি জানিয়ে রাখলাম। আরমানের হতভাগ্য গর্ভধারিনী মা বারবার আঁচলে চোখ মুছেন প্রিয় সন্তানের মুখ যদি আরেকটিবার দেখতে পেতেন যদি আরেকটিবার তার আর মান তাকে মা বলে ডাকতো সেই আহাজারিতে আকাশ বাতাস ভারী করে।
এদিকে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান বেশ কয়েকবার আরমানের বাড়ি পরিদর্শন করেছেন।
তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ,তিনি জানান মামলার বেশ কিছু অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে আমরা এখনই এসব প্রকাশ করছি না। তিন চার দিনের মধ্যেই একটি ভালো ফলাফল জানতে পারবো।
এদিকে আগামী রবিবার সকাল দশটায় পাটগাতি বাস স্ট্যান্ডে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে টুঙ্গিপাড়া সম্মিলিত প্রেস ক্লাব। এ সময় তারা দিনব্যাপী কালো ব্যাচ ধারনের ঘোষণা দিয়েছেন।