মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জে এস বিজনেস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও দৈনিক অপরাধ তথ্যের সম্পাদক মোঃ জিল্লাল শিকদার।
১৩ মে (বৃহস্পতিবার) বিকালে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মুলশ্রী গ্রামে তাঁর নিজ বাড়িতে এ আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অরগানাইজেশন, IHRO India, আয়োজিত জে এস বিজনেস লিমিটেড এর সৌজন্যে ও দৈনিক অপরাধ তথ্যর সার্বিক সহযোগিতায় বাড়ী বাড়ী গিয়ে এ ঈদ উপহার বিতরণ করেন জিল্লাল সিকদার।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, চাল, তেল, আলু ও সাবান। ঈদ উপলক্ষ্যে একসঙ্গে এসব খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত অসহায় পরিবার গুলো।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামাগন ও বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।	
                        
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                