শফিকুল ইসালাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। (২১মে) মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচন চলাকলীন সময় ৪০টি কেন্দ্রের কোন কেন্দ্রের থেকে অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এরপর শুরু হয় ভোট গননা। রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনের সহ- কারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।
এতে আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিক (স্বতন্ত্র) বেসরকারি ভাবে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, দোয়াত কলম প্রতিকে তিনি পেয়েছেন ৩৬ হাজার ১১১ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিন বারের উপজেলা চেয়ারম্যান ( আ’লীগ) সমর্থীত অশোক কুমার বড়াল মটরসাইকেল প্রতিকে পেয়ছেন ২৭হাজার ৮৯৭ভোট।ভাইস চেয়ারম্যান (স্বতন্ত্র) কাজী আজমীর হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, উড়োজাহাজ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৩৩জার ৪৩৭ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ( আ’লীগ সমর্থীত) এস,এম মাহাতাবুজ্জান তালা প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৬৯৭ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুলতানা মল্লিক কলস প্রতিক তিনি পেয়েছেন ৩৫হাজার ৬২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারুলতা বালা হিরা হাঁস প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ৯৭৭ ভোট।