নবজাতক ইচ্ছেগুলো হামাগুড়ি দিতে দিতে
একটা সময় হাঁটতে শিখে যায়,
বন্ধুর পথও তার কাছে সমান্তরাল মনে হয়।
গুঁটি গুঁটি পা’য়ে হাঁটতে হাঁটতে
পৌঁছে যায় পাহাড়ের পাদদেশে,
তারা কী আদৌ গন্তব্যে পৌঁছতে পারে
নাকি খাঁদে ফেলে দেওয়া হয় অবশেষে ?
শেষ থেকে আবার শুরু হয়
ইচ্ছেগুলো মনের সাদাকালো ক্যানভাসে
ভালোবাসার ছবি আঁকে,
তবু একটি পুর্নাঙ্গ ছবি হয়ে ওঠেনা
রঙ-তুলি বদলে দেয় গতিপথ
আঁচড়ের বাঁকে বাঁকে……।
নবধারা/বিএস