নবধারা ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প মাল্য অর্পণ করেছেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান রাজা,যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক পিলটন মিয়া, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রাইসুল ইসলাম মিনা, সাধারণ সম্পাদক জাকারিয়া, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি স্বপন সেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ প্রায় ২ শত ন্যাশনাল সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত শেষে কেন্দ্রীয় সভাপতি রাজা বলেন, আমরা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহেনা আপা ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করছি। রাজা আরো জানান জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে এসে তার একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের কথা মনে পড়লো সেটি হলো বঙ্গবন্ধু ১৯৭২ সালে ১০ ই জানুয়ারি রেসকোর্স ময়দানে এক বক্তব্যে বলেছিলো আমার দেশের স্বাধীনতা ব্যার্থ হয়ে যাবে যদি আমার দেশের বেকার মানুষ চাকুরী না পায়। আমরা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যরা জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরন চাই।