Nabadhara
ঢাকারবিবার , ১৬ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের ইন্দুরকানীতে যুবকের আত্মহত্যা

Bayzid Saad
মে ১৬, ২০২১ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর জেলাধিন ইন্দুরকানীতে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  মা ও তার ছোট ভাই ঘরে না থাকার সুযোগে ঘরের দরজা আটকিয়ে পিছনের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হৃদয় (২২)। ছোট ভাই সন্ধ্যায় ঘরের চারদিকের দরজা বন্ধ দেখে বাড়ীর আশপাশের লোকের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশ খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হৃদয় (২২) হোগলাবুনিয়া গ্রামের সৌদি প্রবাসী জামাল হাওলাদারের ছেলে। তার মা শনিবার দুই ছেলেকে বাড়ীতে রেখে হৃদয়ের নানীকে ডাক্তার দেখানোর জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। তার ছোট ভাই বড় ভাইকে বাসায় রেখে বিকালে ফুটবল খেলতে যান। হৃদয় দুই বছর আগে মঠবাড়ীয়া এলাকায় বিবাহ করেন। বিবাহের ৬ মাস পর থেকে স্ত্রীর সাথে সম্পর্ক না থাকায় সে নেশাগ্রস্থ হয়ে পরেন বলেও জানা যায়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির ঘটনা সত্যতা স্বীকার করে নবধারা কে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।