টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শ্রী যতীন্দ্রনাথ মিস্ত্রী।
আজ শনিবার দুপুরে তিনি তার নেতাকর্মিদের সাথে নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সব সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় আগৈলঝাড়া উপজেলার সকল স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।